রাজবাড়ী ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা -আমি ভেঙে যাওয়া স্বপ্ন আঁকি

আমার আস্ত জন্মভূমিকে
খন্ড খন্ড করেছে যে প্রবঞ্চক ভূস্বামী
আমি তাকে ঘৃণা করি।
আমি জন্ম স্বাধীন,স্বাধীন মৃত্তিকা অরণ্য
সোনা মাখা রোদ্দুর, স্বাধীন-অবারিত সময়ের স্রোত
আমি স্বাধীন,আমি ছন্নছাড়া
আমি পান্ডুলিহীন অজস্র অক্ষর
আমার শিকল বেঁধ না।
চেয়ে দেখো ঐ সমুদ্র জলের স্রোত
আকাশে শুভ্র মেঘে রানাগোনা
শ্মশানের আগুন, জীবন সন্ধিক্ষণের শেষে হিসেব-নিকাশ
অবলীলায় বহমান স্বপ্নে আঁকা জল
কে রুখবে তারে।
অজানা গন্তব্যের ধারক
তুমি কি জানো সমুদ্র জলে
কার অধিকার?
কবি অজেয়,অদম‍্য দুনির্বার
কবিতা আপোষহীন কালের কথা বলে
স্পষ্টভাষীর শেষ উচ্চারণ কবিতা।
সুউচ্চ প্রাচীর লৌহ খচিত কারাগার
খাকি উর্দি-পরা সিপাহী
গেটে লোহার বন্দুকের নল
সব পরাজিত হবে কবিতার কাছে একদিন।
যতই বাঁধ, শাসন, শোষণ লোলুপ দৃষ্টির ফ্রেমে
কবি পরাধীন নয়,
কবির দৃঢ়তা,কবিতার দৃঢ় উচ্চারণ
শৃঙ্খলিত হবে না কোনদিন।
আমি ক্ষুধার জ্বালায় মরি
হারামজাদা কুকুর পোষে।

About Author Information

কবিতা -আমি ভেঙে যাওয়া স্বপ্ন আঁকি

প্রকাশিত : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

আমার আস্ত জন্মভূমিকে
খন্ড খন্ড করেছে যে প্রবঞ্চক ভূস্বামী
আমি তাকে ঘৃণা করি।
আমি জন্ম স্বাধীন,স্বাধীন মৃত্তিকা অরণ্য
সোনা মাখা রোদ্দুর, স্বাধীন-অবারিত সময়ের স্রোত
আমি স্বাধীন,আমি ছন্নছাড়া
আমি পান্ডুলিহীন অজস্র অক্ষর
আমার শিকল বেঁধ না।
চেয়ে দেখো ঐ সমুদ্র জলের স্রোত
আকাশে শুভ্র মেঘে রানাগোনা
শ্মশানের আগুন, জীবন সন্ধিক্ষণের শেষে হিসেব-নিকাশ
অবলীলায় বহমান স্বপ্নে আঁকা জল
কে রুখবে তারে।
অজানা গন্তব্যের ধারক
তুমি কি জানো সমুদ্র জলে
কার অধিকার?
কবি অজেয়,অদম‍্য দুনির্বার
কবিতা আপোষহীন কালের কথা বলে
স্পষ্টভাষীর শেষ উচ্চারণ কবিতা।
সুউচ্চ প্রাচীর লৌহ খচিত কারাগার
খাকি উর্দি-পরা সিপাহী
গেটে লোহার বন্দুকের নল
সব পরাজিত হবে কবিতার কাছে একদিন।
যতই বাঁধ, শাসন, শোষণ লোলুপ দৃষ্টির ফ্রেমে
কবি পরাধীন নয়,
কবির দৃঢ়তা,কবিতার দৃঢ় উচ্চারণ
শৃঙ্খলিত হবে না কোনদিন।
আমি ক্ষুধার জ্বালায় মরি
হারামজাদা কুকুর পোষে।