
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের সামনে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী (রা:) এর ৮ তম বাৎসরিক ওরশ শরীফ ও বিচার গান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে রাতব্যাপী ওরস মোবারক এবং বিচার গান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: রকিবুল হাসান পিয়াল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: নূর মোহাম্মদ ভূঁইয়া, চেয়ারম্যান শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ। মো: আমির আলী মোল্লা, সভাপতি খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মো: তোফাজ্জল হোসেন (তপু) সভাপতি বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখা। মো: রেজাউজ্জমান খান (বাবু) সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ। মো: এস এস সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ। মো: সেলিম মুন্সী, পরিচালক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ। মো: কামাল পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা রাজবাড়ী সদর উপজেলা। মো: শাহিন শেখ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখা। মো: জাহিদুল ইসলাম (জাহিদ) বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ মোড়। মো: ছবদুল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ। মো: সালাউদ্দিন মোল্লা, বিসমিল্লাহ মটরস। মো: দারোগ আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ মোড়। কোষাধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, বাৎসরিক ওরস শরীফ আয়োজক কমিটি। উপস্থাপনায় আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক আওয়ামী মোটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখা। আয়োজনে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী( রা:) এর ভক্তবিন্দু এবং গোয়ালন্দ মোড় মালিক শ্রমিক ও এলাকাবাসী।
বিচার গান পরিবেশন করেন দোলন সরকার, ঢাকা এবং প্রতিদ্বন্দ্বিতা করেন জালাল সরকার মানিকগঞ্জ।
সভাপতি মো: হুমায়ুন কবির হানিফ পাটোয়ারী, বাৎসরিক ওরস শরীফ আয়োজক কমিটি।
সাধারণ সম্পাদক মো: হাজী বাবু, বাৎসরিক ওরশ শরীফ আয়োজক কমিটি।