
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২টি প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুটির মধ্যে রয়েছে উজানচর ইউনিয়ন পরিষদ থেকে বাহাদুর পুর পর্যন্ত আরসিসি ও বালিয়াডাঙ্গায় একটি বিসি রাস্তাসহ মোট ৪৫০ মিটার রাস্তা। প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টায় রাস্তার কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল ।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, উপ-সহকারী প্রকৌশলী রেহেনা পারভিন, এলাকার স্থানীয় বাসিন্দা আলহাজ্ব হবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রাস্তা উদ্বোধন সম্পর্কে গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত, ওই এলাকা দেশের মানুষের কাছে ততটাই পরিচিত।
তিনি আরও বলেন, সবার সহযোগিতায় গোয়ালন্দ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, পৌর এলাকার উন্নয়ন কাজের জন্য সামনে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে।