
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবার ( ২৮ এপ্রিল) সকাল ১০ টায় সদরের উড়াকান্দা বাজার এলাকায় বরাট ইউনিয়নবাসীর আয়োজন এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে শেখ সুমন সবুজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, ননিহত সবুজের চাচা ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুজ্জামান রাজা মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মাইনদ্দিন শেখ, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,বরাট ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আবু বক্কার সহ পরিবারের সদস্যরা।
বক্তরা বলেন, গত রোববার(২৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির জানালা দিয়ে দূর্বৃত্তরা গুলি করে সবুজ কে। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন। মামলায় এখন পর্যন্ত ২ জন গ্রেপ্তার হয়েছে। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানাই।