
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলী ফকির (৮৯) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির মোঃ নুরুজ্জামান ও মেজর (অবঃ) ফারুকুজ্জামান ফকিরের পিতা এবং যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখের নানা।
রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
সোমবার সকাল ১১ টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গতবছর বাবা দিবসে যুগান্তরের বিশেষ আয়োজনে একজন সফল ও সংগ্রামী বাবা হিসেবে কোরবান আলী ফকিরকে নিয়ে বিশেষ সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুতে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।