
কালুখালীর বথুনদিয়ায় অগ্নিকান্ডে গরু ছাগল ও বসতবাড়ী পুড়ে ছাই # ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি
মোঃ ওয়াজেদ আলী,
রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বথুনদিয়া গ্রামে গত ৮ এপ্রিল সন্ধ্যায় রান্নাঘর থেকে আগুন লেগে ইমান আলী খানের লক্ষাধীক টাকা মূল্যের একটি ষাঁড় গরু ২ টি ছাগল সহ বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতি গ্রস্ত ইমান আলী জানান, তার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্র পাত হয়ে তা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশে পানি না থাকার কারনে কেউ আগুন নিভাতে পারেনি। তাছাড়া বসতবাড়ীর ৩ টি টিনশেড ঘর হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, বিভিন্ন কৃষি পন্য কাপড় চোপড় বই পুস্তক নগদ টাকা ও স্বর্ণের অলংকার বের করতে কেউই সাহস দেখায়নি। তিনি জানান, বসত বাড়ী পুড়ে যাওয়ায় আমার অবশিষ্ট আর কিছুই নেই। তিনি বলেন এখন আমরা কি ভাবে বাঁচবো, তিনি বার বার পুড়ে যাওয়া গরু এবং ছাগলের কথা বলছিলেন ও আহাজারি করতে ছিলেন। তিনি স্থানীয় দানশীল ব্যাক্তি বর্গ ও প্রশাসনের কর্তা ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন। পরিবারটি ঘর হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।