
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী’র উদ্যোগে ইফতার ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল শনিবার বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে কমিটি পরিচিতি সভা ও সভা শেষে কলেজ মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, সুজন মোল্লা, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) আবুল কাশেম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক শামীম, সাংবাদিক সিরাজুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখা কমিটির উপদেষ্টা ও সাংবাদিক শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহ-সভাপতি সফিউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক শেখ মোমিন, রানা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সাবেক সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন, সোনালী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহিম মন্ডল, ব্যাংকার সেলিম খান, আইনদ্দিন হোসেন, আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ব্যবসায়ী হুমায়ন আহমেদ, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন প্রমুখসহ সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।
গোয়ালন্দ পৌরসভার মেয়র ও সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর উপদেষ্টা মো. নজরুল ইসলাম মন্ডল ঘোষণা দেন সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর শামসুল ইসলাম সভাপতি ও রেজাউল মুন্সী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচিত দুজন আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন।