
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
“বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট” রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার এক প্রস্তুতি সভা রোববার (১৯ মার্চ) সকাল ০৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ০১ (মার্চ) হতে মহাজোটের জাতীয় পর্যায়ে টানা অবস্থান কর্মসূচি চলছে। উক্ত কর্মসূচিতে যোগদান করা এবং কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বালিয়াকান্দি উপজেলাতেও অনুরুপ কর্মসূচি পালন করা নিয়ে আজকের এ সভার আয়োজন করা হয়।
বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি রিপোটার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হোগলাডাঙ্গী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিজাউল করিম।
সভা সঞ্চালনা করেন বালিয়াকান্দি উপজেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী ও খোলা চোখ প্রত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি জনাব মো. আজমল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন মহারাজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ রায়,ঘুরঘুরিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুপেন্দ্র নাথ মন্ডল, ইকরজানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা বেগমসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
সভাপতি তার বক্তব্যে বলেন আমরা ঢাকায় চলমান আন্দোলনে যোগদান করার পাশাপাশি নিজ উপজেলাতেও অনুরূপ কর্মসূচি গ্রহণের বিষয়ে সবাই একমত হয়েছি। এ বিষয়ে অধিকতর আলোচনা ও কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামী ৩১মার্চ মহাজোটের আরেকটি সভা আহবান করা হয়েছে। সেখানে উপজেলার সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারীদের উপস্হিতিতে কর্মসূচির সময় ও স্হান নির্ধারণ করা হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।