
রাজবাড়ী সময় :নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ মার্চ শুক্রবার রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকাল ৮টায় জেলা আ. লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে তারা শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শেখ সোহেল রানা টিপু সহ , জেলার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে মসজিদ, মন্দির এবং গির্জায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।
জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলা প্রশাসন ও আ. লীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠন একই কর্মসূচি পালন করেছে