
মোঃ সুজন খন্দকার,
রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী দৌলতদিয়ার নৌ -পুলিশ পদ্মা নদীতে অবৈধ বাঁশের বেউত ধংশের অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার ১৬ই মার্চ দুপুরে মিজানপুর ইউনিয়নের ছিলিমপুর চরে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পদ্মা নদীর মাঝখানে বাশের বেড়িবাঁধ দিয়ে অবৈধ ভাবে মৎস্য স্বীকারীদের ২৫০টি বাশঁ যুক্ত একটি বেউত কেটে ধংশ করা হয়।
অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ
(ওসি) জেএম সিরাজুল কবির নেতৃত্ব উপস্থিত ছিলেন, নুর জাহান আক্তার সাথী,সহকারী কমিশনার ভুমি রাজবাড়ী সদর, মোস্তফা রাজিব,রাজবাড়ী উপজেলা মৎস্য অফিসার সহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির সদস্যরা সর্বদা পদ্মাবর্তী অবৈধ ভাবে মাছ স্বীকারীদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান থাকে।
