
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরেই শেষ হয়। এবং উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল হালিম মিয়া, অধ্যক্ষ সরকারি কামরুল ইসলাম কলেজ গোয়ালন্দ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, বিআরডিবির চেয়ারম্যান হামিদুল এনজিও কর্মী আতাউর রহমান মন্জু প্রমুখ।