
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবীতে দুইদিন ধরে এক মাদ্রাসা ছাত্রী অনশন করছেন প্রেমিকের বাড়ীতে। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়েছে প্রেমিক ও তার পরিবারের লোকজন। এদিকে ওই ছাত্রীর পিতা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
অনশনরত ছাত্রী জানায়, প্রেমের সম্পর্কে গত রবিবার উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেদুল ইসলাম (২৫) বালিয়াকান্দিতে ডেকে নিয়ে যায়। সে আমাকে ফেলে রেখে চলে আসে। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে বিয়ের আশ্বাসে আমার সর্বনাশ করে। এ কারণে আমি বিকালে বিয়ের দাবী নিয়ে তার বাড়ীতে এসেছি। বিয়ে না করলে এ বাড়ী ছেড়ে আমি যাব না। মরতে হলে এ বাড়ীতেই মরবো।
সোমবার সকাল ১১টার দিকে ওই বাড়ীতে গিয়ে ভুক্তভোগী মেয়েটিকে ছাড়া ওই বাড়ীর অন্য কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলেন, ওই মাদ্রাসা ছাত্রী এ বাড়ীতে আসার পরই পালিয়েছে তার প্রেমিক রাসেদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এখন মেয়েটি এই বাড়ী ছেড়ে যাচ্ছে না। আমরা কত সময় দেখে রাখবো?
এদিকে গত রবিবার বিকালে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাসেদুল ইসলাম ও তার পিতা নজরুল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, মাদ্রাসা ছাত্রী অপহরণ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।