
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
যুব সমাজকে মাঠমুখী করতে গোয়ালন্দে সৌরভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ রোববার স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে বিকেল ৩ টায় সৌরভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় গোয়ালন্দ মুক্তি সংঘ নামের একটি ক্রীড়া সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। মাস ব্যাপী এ টুর্নামেন্টে মোট ১২ টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।

উদ্বোধনী খেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ দেওয়ান পাড়া টসে জয়লাভ করে কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব ১৪ ওভার ব্যাটিং করে ১০৯ রান করতে সক্ষম হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ দেওয়ান পাড়া ১১০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১২.৩ বল খেলে ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। টুর্নামেন্টের খেলাগুলো স্বাধীনতার মাস জুড়েই চলবে।
বিজয়ী দলের অধিনায়ক মো. শফিক মন্ডল বলেন, এ টুর্নামেন্টে জয়লাভ করার জন্য তারণ্য নির্ভর দল গঠন করেছি। আশা করছি আমার দল প্রথম রাউন্ড খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে অংশ নিবে।