
শেখ মমিন:
রাজবাড়ী ডিবি পুলিশ মাদক সহ এক যুবককে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার বিকাল ৫:৩৫ ঘটিকার সময় রাজবাড়ীর দৌলতদিয়া বাজার শহীদ মিনার সংলগ্ন সীমান্ত মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া এলাকার মোঃ ইব্রাহিম মল্লিকের ছেলে নুর মোহাম্মাদ বাবু মল্লিক (৩৯)।
এ ব্যাপারে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দৌলতদিয়া বাজার শহীদ মিনার সংলগ্ন সীমান্ত মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও এর সামনে থেকে নুর মোহাম্মাদ বাবু মল্লিক কে ৫০ পুরিয়া হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।