
শেখ মমিন:
রাজবাড়ী ডিবি পুলিশ মাদক সহ এক যুবককে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ৮:৪৫ ঘটিকার সময় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাধপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চরবেনীনগর এলাকার মৃত গফুর মোল্লার ছেলে মোহাম্মাদ আরজু মোল্লা (৪২)।
এ বিষয়ে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাধপুর এলাকা থেকে মোহাম্মাদ আরজু মোল্লা কে পঞ্চাশ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।