
মোঃ সুজন খন্দকার,গোয়ালন্দ(রাজবাড়ি) প্রতিনিধি।। রাজবাড়ির দৌলতদিয়া ফেরীঘাটে গতকাল রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পিয়াজ রসুন বোঝাই পণ্যবাহী একটি ট্রাক পল্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে।
দৌলতদিয়ার ৭নং ফেরীঘাটে এই ঘটনা ঘটে। এসময় ট্রাকটিতে ১০ লাখ টাকার পিয়াজ রসুন বোঝাই ছিল বলে জানায় ট্রাক। ট্রাকটি রাজবাড়ি গোয়ালন্দ বাজার হইতে পিয়াজ রসুন বোঝাই করে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিল। দৌলতদিয়া ঘাটে ফেরী পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে অল্পের জন্যে প্রাণে বেঁচে যায় ট্রাক চালক মফিজ ও হেলপার রিয়াজ।
দৌলতদিয়া ঘাটের নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল কবির জানান,মঙ্গলবার সকাল থেকে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা ট্রাকটি নদীতে থেকে উদ্ধার সক্ষম হয়। এর আগে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির সদস্যরা ৭নং ফেরীঘাটে অবস্থান নেয়। সকালে উদ্ধারকারী হামজা আসলে নৌ পুলিশ ফাড়ির সদস্যরা এবং বিআইডব্লিউটিএ এর
জয়েন্ট ডিরেক্টর আজগর আলী নেতৃত্ব ট্রাকটি নদীতে থেকে উদ্ধার করা হয়।