
শেখ মমিন:
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে মোঃ রবিউল শেখ (৩৬) কে তার নিজ বসতবাড়ি থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার বিকাল ৫:০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীর নিজ বসতবাড়ি থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।