
শেখ মমিন:
রাজবাড়ী ডিবি পুলিশ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সকাল ০৯:৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া মেসার্স কফিল ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে মোঃ রমজান মোল্লা (২২), সোহরাব মন্ডল পাড়া এলাকার
মোঃ দুলাল শেখের ছেলে মোঃ লাল মিয়া শেখ (২৪)।
এ বিষয়ে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া মেসার্স কফিল ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে
রমজান মোল্লা ও মোঃ লাল মিয়া শেখ কে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।