
গোয়ালন্দ ( রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং এতদসংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকরভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের বালু মহল, পৌর শহরের কুকুর নিধন , নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং দৌলতদিয়া যৌনপল্লির ভিতরে জনপ্রতিনিধির সম্পৃক্ত থাকাসহ সব বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ভাইস মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম শামীম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. গোলজার হোসেন মৃধাসহ উপজেলার সকল প্রমুখ।