
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আজ রবিবার দুপুর একটায় উপজেলা পরিষদের মাঠে এই আয়োজন করা হয়।
প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহায়তায় প্রাণী সম্পদ প্রদর্শনীর বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলার পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
“স্মার্ট বাংলাদেশ স্মার্ট লাইফসৃটক এই বিষয়টি প্রতিপাদ্য করে সারাদেশব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর অংশ হিসেবে এই সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনীর ৫০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা দেশি-বিদেশি প্রাণী গরু, ছাগল, লোটন কবুতর, বাজরিঘা পাখি, খরগোশ, কিং কবুতর, ভেড়া, অস্ট্রেলিয়ান গাভী, ঘুঘু ও তোতাপরি ছাগল প্রর্দশিত করছে

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন রনি,
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ মো: নুরুল ইসলাম।