
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হেরোইনসহ এলিনা আক্তার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নারী মাদক কারবারি বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি (আমতলা) গ্রামের জলিল শেখের স্ত্রী।
গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিবগত রাত সাড়ে ৯টার সময় বালিয়াকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি (আমতলা) গ্রামের শরিফুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া এলিনা আক্তারকে ৩৫ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। এসময় বালিয়াকান্দি থানার এসআই মো. টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বালিকয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী এলিনা আক্তারকে আজ রোববার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।