
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প সহযোগীতায় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পশু পাখির ৪০ টি স্টল স্থান পায়। স্টল গুলো ঘুরে দেখেন অতিথিরা।