
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া যৌনপল্লীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানাযায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই শফীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যৌনপল্লীর আইয়ুব মেম্বার এর (দো’তলা) বাড়ীর নিচ থেকে মোছা. রেহেনা আক্তার (২৪) নামে এক নারী মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মাদারীপুর সদর উপজেলার কামারপট্টি রোড, পুরান বাজার ২নং ওয়ার্ড এলাকার মৃত রবিন দাসের মেয়ে। রেহেনা বর্তমান দৌলতদিয়া যৌনপল্লীর স্বপন বাবুর বাড়ীর ভাড়াটিয়া।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।