
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে আঞ্জুমান-ঈ-কাদেরীয়া মসজিদ পাক এ ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগণা থেকে আগত, মাওলানা মো. জামিল হোসাইন কাদেরী’র আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করেন মসজিদ কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, ‘আঞ্জুমান-ঈ-কাদেরীয়া মসজিদ পাক নবুওছিমদ্দিন পাড়া’ মসজিদ কমিটির সভাপতি মো. আহমেদ আলী শেখ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হালিম, মো. শামসুদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ছাত্তার শেখ ও মসজিদের নিয়োজিত ইমাম মো. ইয়াজদানী সহ অনেকেই।
উল্লেখ্য মাওলানা মো. জামিন হোসাইন কাদেরী একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ও ভারতের মেদিনীপুর দরবার শরিফ এর বিশিষ্ট মুরিদান। তিনি গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে ১০ দিনের সফরে এসেছেন। এই স্বল্প সময়ের সফরে বাংলাদেশের রাজবাড়ী ও পাবনা জেলায় কয়েকটি ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শেষে আগামী ৬ এপ্রিল তার নিজ দেশ ভারতের পশ্চিম বঙ্গে ফিরে যাবেন।