রাজবাড়ী ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ বালিয়াকান্দিতে মাটির ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু।  বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপিত রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ। রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি রাজবাড়ীতে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও ক্রীড়াবিদ রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। শুক্রবার (৯ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন (৬০), যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (৫৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মণ্ডল (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৪ আগস্ট সকালে রাজবাড়ী শহরের টিএনটি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করা হয়।

অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। শুক্রবার (৯ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন (৬০), যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (৫৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মণ্ডল (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৪ আগস্ট সকালে রাজবাড়ী শহরের টিএনটি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করা হয়।

অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।