
মোঃ আতাউর রহমান
শ্রমিকের শ্রমে ঘামে গড়া
রাজপথ,অট্টালিকা, ফসলের মাঠ,
কারখানা, সমগ্র সভ্যতার সোপান ।
তাঁদের হাতের পেশির অর্জন
চুষে খায় পোশাকি পাষান্ড।
ভন্ডের ভান্ড ভরে,
নিঃস্ব হয় শ্রমিকের সংসার।
ক্ষুধার আগুনে ছাই হয়ে উড়ে যায়
স্বপ্ন গুলো, ফানুসের মতো।
ধর্ম রাজনীতির কোনো তুষ্ট বাণীতে থামেনা, অভাবের বিভৎস নীরব তান্ডব।
ক্ষুব্ধ শ্রমিকের উদ্ধত মুষ্টিবদ্ধ হাত,
কন্ঠের তেজ, চোখের স্ফুলিঙ্গ দ্রোহে, ভষ্ম, ধংস বিরান প্রাসাদ,
আছে ইতিহাস।
পবিত্র রক্তে ভেজা শিকাগোর রাজপথ, চেতনার অগ্নি গিড়ি।
ফাঁসির দড়ি দোলখায়,
মুক্তির বজ্র শ্লোগান তরঙ্গে,
দুনিয়ার মজদুর এক হও।
অধিকার বুঝে নেয়ার
লগ্ন হয়ে যায় পার।
বঞ্চিত মানুষের, ফুটপাত
জীর্ণ কুটির, ছেঁড়া বস্র,
হার সর্বস্ব দেহ ভেঙে যায়,
ঘুরেনা ভাগ্যের চাকা।
করুণা কাতর নয়,
নয় দাসত্ব, শৃঙ্খল।
অধিকারের লড়াই ইস্পাত ঐক্য
রুদ্র দ্রোহ বিক্ষুব্দ শ্লোগান স্রোত
বৈষম্যের দেয়াল ভেঙ্গে,
আনবেই শোষণহীন স্বস্তির সকাল।
(মহান মে দিবসের শ্রদ্ধা)
