রাজবাড়ী ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা-এ বর্বরতার শেষ কোথায়

ফিলিস্তিনের মাটি,
চাঁদের আলো পড়ে না বহুকাল।
শুধুই আগুন হত্যা ধ্বংস চিৎকার।
নারী শিশু মানুষের মৃতদেহ নিশ্চুপ,নিরবে ধিক্কার জানায়। হিটলারের অতৃপ্ত আত্মা   মানুষের রক্ত বিপাশা মেটায়। 
জাতিসংঘ, মানবাধিকার!
কি হবে ওসব দিয়ে?
দানবী শক্তির রক্ষক!
বিপন্ন মানুষ যদি রক্ষা না পায়!
নারকীয় হত্যাকাণ্ড সবাই নিশ্চুপ।
বারুদের আগুনে পোড়া শিশুর মুখ নারীর দেহ ছিন্নভিন্ন মানুষের শরীর,কারোই মায়া হয় না।
একদিকে ঘৃনার আগুন ডানা ছড়ায়।
অন্যদিকে মাতৃ ভুমিতে বেঁচে থাকার চেষ্টা।
মানুষের রক্ষায় মানুষ কোথায়?
ফিলিস্তিনিদের কবরের,
সাথে মানবতার কবর?
বিশ্ববিবেক মরেছে বোমার আঘাতে
সবাই যেন বেখবর।
আর কতটা বর্বরতায় ধ্বংস হত্যায়,
আর কতগুলো জীবন,           রক্ত ঝরলে
জাগবে মানুষ ও মানবতা!
এ বর্বরতার শেষ কোথায়?

মোঃ আতাউর রহমান

About Author Information

কবিতা-এ বর্বরতার শেষ কোথায়

প্রকাশিত : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ফিলিস্তিনের মাটি,
চাঁদের আলো পড়ে না বহুকাল।
শুধুই আগুন হত্যা ধ্বংস চিৎকার।
নারী শিশু মানুষের মৃতদেহ নিশ্চুপ,নিরবে ধিক্কার জানায়। হিটলারের অতৃপ্ত আত্মা   মানুষের রক্ত বিপাশা মেটায়। 
জাতিসংঘ, মানবাধিকার!
কি হবে ওসব দিয়ে?
দানবী শক্তির রক্ষক!
বিপন্ন মানুষ যদি রক্ষা না পায়!
নারকীয় হত্যাকাণ্ড সবাই নিশ্চুপ।
বারুদের আগুনে পোড়া শিশুর মুখ নারীর দেহ ছিন্নভিন্ন মানুষের শরীর,কারোই মায়া হয় না।
একদিকে ঘৃনার আগুন ডানা ছড়ায়।
অন্যদিকে মাতৃ ভুমিতে বেঁচে থাকার চেষ্টা।
মানুষের রক্ষায় মানুষ কোথায়?
ফিলিস্তিনিদের কবরের,
সাথে মানবতার কবর?
বিশ্ববিবেক মরেছে বোমার আঘাতে
সবাই যেন বেখবর।
আর কতটা বর্বরতায় ধ্বংস হত্যায়,
আর কতগুলো জীবন,           রক্ত ঝরলে
জাগবে মানুষ ও মানবতা!
এ বর্বরতার শেষ কোথায়?

মোঃ আতাউর রহমান