রাজবাড়ী ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী‌তে রেলস্টেশনে থাকা অসহায় ছিন্নমূল ৬০ রোজাদার‌কে নি‌য়ে রেস্টুরেন্টে ইফতারি করলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

তারা বলেন, ইফতা‌র করার জন‌্য আমা‌দের দাওয়াত করেছি‌লেন আরিফুল ইসলাম রোমান। কিন্তু এত সুন্দর হোটেলে ইফতার করাবেন ভা‌বি নাই। এর আগে এরকম হোটেলে আমরা কখনো খাই নাই।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের পালকী চাইনিজ‌ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহ‌ফিল হয়। এতে মোনাজাত করেন হাফেজ মো. আরাফাত।

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নের কু‌লির সর্দার মো. কালুসহ স্টেশনে থাকা ছিন্নমূল রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছি‌লেন।

ছাত্রদল নেতা রোমান বলেন, সমা‌জের অসহায় মানু‌ষের পা‌শে আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় থাকার চেষ্টা ক‌রি। অনেকে আছেন যারা রেস্টুরেন্টে এসে খাওয়া তো দূরের কথা, ঢোকারও সাহস পান না। আমার ইচ্ছা ছিল রমজা‌নে তাদের নি‌য়ে জেলা শহ‌রের সবচেয়ে ভালো রেস্টু‌রেন্ট ইফতার করবো। রেল‌স্টেশ‌নে থাকা অসহায় ব‌্যক্তি‌দের নিয়ে পালকী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও রা‌তের খাবার খেয়েছি।

Tag :

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

প্রকাশিত : ০৪:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

ছাত্রদল নেতা রোমান ছিন্নমূল অসহায় মানুষকে নিয়ে করলেন ইফতারি

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী‌তে রেলস্টেশনে থাকা অসহায় ছিন্নমূল ৬০ রোজাদার‌কে নি‌য়ে রেস্টুরেন্টে ইফতারি করলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

তারা বলেন, ইফতা‌র করার জন‌্য আমা‌দের দাওয়াত করেছি‌লেন আরিফুল ইসলাম রোমান। কিন্তু এত সুন্দর হোটেলে ইফতার করাবেন ভা‌বি নাই। এর আগে এরকম হোটেলে আমরা কখনো খাই নাই।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের পালকী চাইনিজ‌ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহ‌ফিল হয়। এতে মোনাজাত করেন হাফেজ মো. আরাফাত।

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নের কু‌লির সর্দার মো. কালুসহ স্টেশনে থাকা ছিন্নমূল রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছি‌লেন।

ছাত্রদল নেতা রোমান বলেন, সমা‌জের অসহায় মানু‌ষের পা‌শে আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় থাকার চেষ্টা ক‌রি। অনেকে আছেন যারা রেস্টুরেন্টে এসে খাওয়া তো দূরের কথা, ঢোকারও সাহস পান না। আমার ইচ্ছা ছিল রমজা‌নে তাদের নি‌য়ে জেলা শহ‌রের সবচেয়ে ভালো রেস্টু‌রেন্ট ইফতার করবো। রেল‌স্টেশ‌নে থাকা অসহায় ব‌্যক্তি‌দের নিয়ে পালকী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও রা‌তের খাবার খেয়েছি।