রাজবাড়ী ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা-একুশ এক অদম্য প্রতিবাদ

একুশ এক অদম্য প্রতিবাদ

একুশ এলেই মনে পড়ে

কন্ঠরোধের নিষ্ঠুরতা

হায়েনার গর্জন!

প্রতিবাদ মিছিল

গুলি লাশ রক্তে ভেজা রাজপথ।

মায়ের মুখের শব্দ মুছে দিতে

বুকের উপর বিভৎস তান্ডব।

শোষণের শৃঙ্খলে বেঁধে

আজন্ম দাসত্ব, আয়োজন।

মায়ের প্রিয় মুখ, ঘুমপাড়ানিয়া গান, ভুলিয়ে দেয়ার কুটিল মন্ত্র।

তখন রাজপথে চোখে মুখে

বারুদের তপ্ত মিছিল।

ভাইয়ের রক্ত গড়িয়ে

অগ্নি বন‍্যার উত্তাল শিখায় পুড়ে ছাই দাম্ভিক উক্তি স্তম্ভ।

একুশ এক অগ্নিমন্ত্রে জেগে উঠার অমিত সাহস।

শৃঙ্খল ভাঙার বজ্রকঠিন দীপ্ত শপথ,

একুশ এক অদম‍্য প্রতিবাদ।

শহীদ মিনার, রক্ত সবুজ পতাকা,আর স্বাধীনতা।

প্রভাত ফেরিতে ভেসে আসে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

শোকার্ত সুর!

বিজয়ের গৌরব গাথা এখন,

বাংলা থেকে বিশ্বে।,

ভাইয়ের রক্তে কেনা

অসীম অহংকার।

বাংলাকে রুদ্ধ করে এ সাধ‍্যকার?

মায়ের ভাষা, তুমি মা মাটি দেশ চির ভাস্বর।

About Author Information

কবিতা-একুশ এক অদম্য প্রতিবাদ

প্রকাশিত : ১২:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

একুশ এক অদম্য প্রতিবাদ

একুশ এলেই মনে পড়ে

কন্ঠরোধের নিষ্ঠুরতা

হায়েনার গর্জন!

প্রতিবাদ মিছিল

গুলি লাশ রক্তে ভেজা রাজপথ।

মায়ের মুখের শব্দ মুছে দিতে

বুকের উপর বিভৎস তান্ডব।

শোষণের শৃঙ্খলে বেঁধে

আজন্ম দাসত্ব, আয়োজন।

মায়ের প্রিয় মুখ, ঘুমপাড়ানিয়া গান, ভুলিয়ে দেয়ার কুটিল মন্ত্র।

তখন রাজপথে চোখে মুখে

বারুদের তপ্ত মিছিল।

ভাইয়ের রক্ত গড়িয়ে

অগ্নি বন‍্যার উত্তাল শিখায় পুড়ে ছাই দাম্ভিক উক্তি স্তম্ভ।

একুশ এক অগ্নিমন্ত্রে জেগে উঠার অমিত সাহস।

শৃঙ্খল ভাঙার বজ্রকঠিন দীপ্ত শপথ,

একুশ এক অদম‍্য প্রতিবাদ।

শহীদ মিনার, রক্ত সবুজ পতাকা,আর স্বাধীনতা।

প্রভাত ফেরিতে ভেসে আসে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

শোকার্ত সুর!

বিজয়ের গৌরব গাথা এখন,

বাংলা থেকে বিশ্বে।,

ভাইয়ের রক্তে কেনা

অসীম অহংকার।

বাংলাকে রুদ্ধ করে এ সাধ‍্যকার?

মায়ের ভাষা, তুমি মা মাটি দেশ চির ভাস্বর।