
স্টাফ রিপোর্টার
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে ২০৪ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ সোহরব মন্ডল হিরো (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃত সোহরব মন্ডল হিরো ঝিনাইদাহ মহেশখালীর অন্তরপুর (রামনাথপুর) এলাকার রুস্তম আলীর ছেলে।
বৃহস্পতিবার(১৩এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরি ঘাটে অভিযান পরিচালনা করে মো. সোহরব মন্ডল হিরোকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০৪ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড ও মাদক বিক্রির ২ হাজার ৫শ টাকা উদ্ধার করে।
আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা বিক্রি করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ ও হস্তান্তর করা হয়েছে।