
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
” আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার অবদান ” এ শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ভূমি ও গৃহহীন ২৭৭টি পরিবারের মাঝে তাদের স্বপ্নের নীড় হস্তান্তর করা হয়েছে।
(২২ মার্চ) বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। এর আগে কালুখালি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা, উপজেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরর্তা, বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, গোয়ালন্দে ২টি, বালিয়াকন্দিতে ১২০টি ও পাংশা উপজেলায় ১২০টি ঘর বিতরণ করা হয়। এ নিয়ে জেলায় ইতোমধ্যে ২৩৯৯টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।