
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ মো. ফরিদ মৃধা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মালেক মৃধার ছেলে।
গত ২১ মার্চ মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই মো. রাজিবুল ইসলাম, এএসআই আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বালিয়াকান্দি থানার পাইককান্দি গ্রামের তনু সিকদারের চা-পানের দোকানের সামনে কাঁচা মাটির রাস্তার উপর থেকে একশত গ্রাম গাঁজাসহ আসামী মো. ফরিদ মৃধাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ বলেন, মাদক কারবারিকে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।