
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী, বেসরকারী,সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বিশাল র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসেনর সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা চৌধুরী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাজবাড়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সহ প্রমুখ।
