
স্টাফ রিপোর্টার :
০৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারিত্বএবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো “ডিজিটাল প্রযু্ক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন”।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে “আন্তর্জাতিক নারী দিবস-২০২৩” দিবসটি উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স,রাজবাড়ী থেকে শুরু হয়ে নানা ধরনের ফেস্টুন, প্লাকার্ড ও ব্যানারে সজ্জিত বর্ণিল র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় পুলিশ লাইন্স, রাজবাড়ী এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বহুবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পারিবারিক সব ক্ষেত্রে আজ পুরুষের পাশাপাশি নারীর সফল পদচারণা। নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), জনাব রেজাউল করিম, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব ইফতেখারুজ্জামান, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল), এএসপি(প্রবি) জনাব মোঃ আসলাম সাগর রাজবাড়ী এবং এ্যাড.জনাব দেবহোতি চক্রবর্তী আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক বাংলাদেশ জাতীয়বাদী মহিলা পরিষদ,জনাব শামীমা আক্তার মুনমুন সহকারী অধ্যাপক দর্শন বিভাগ ডাঃ আবুল হোসেন কলেজ,জনাব রেখা ইসলাম জেলা তথ্য অফিসার,জনাব আয়েশা ইয়াসমিন আঞ্চলিক ম্যানেজার (ব্রাক),রাজবাড়ীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের (BPWN) নারী অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।