
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলায় ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউট- ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ মার্চ সোমবার সকাল ১০ টায় রাজবাড়ীর স্বজ্জনকান্দা ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. শফিক মন্ডল।
ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুজন কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দুলাল উদ্দিন খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক অচিন্ত কুমার, সুপ্রিয়া ভৌমিক, জাকির হোসেন, দেবা গোষ্মামী, রাজিবুল ইসলাম, নিলয় ভদ্র, জাহাঙ্গীর আলম, কাজী আফরিনা, মুনমুন আক্তার প্রমুখ।
