
শেখ মমিন:
রাজবাড়ী ডিবি পুলিশ মাদক সহ নারী ও পুরুষকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ
১০৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ০২:৩৫ ঘটিকার সময় রাজবাড়ীর দৌলতদিয়া বাজার এলাকায় শহীদ মিনার সংলগ্ন আমজাদ মন্ডলের বসত বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদরের লক্ষীনারায়ণপুর এলাকার মোঃ আবুল বেপারীর ছেলে মোঃ আলমগীর বেপারী ওরফে ডুবুরী আলমগীর (৪২) ও দৌলতদিয়া বাজার শহীদ মিনার সংলগ্ন এলাকার মো: আমজাদ মন্ডলের মেয়ে মোছাঃ আনজুমান খাতুন (২৫)।
এ বিষয়ে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দৌলতদিয়া বাজার এলাকায় শহীদ মিনার সংলগ্ন আমজাদ মন্ডলের বসত বাড়ী থেকে আলমগীর বেপারী ও মোছাঃ আনজুমান খাতুন কে ১০৭ পুরিয়া হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।