
গোয়ালন্দ প্রতিনিধি ( মোঃ সাজ্জাদ হোসেন)
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” স্লোগানে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য নিরসন’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কোর্ট চত্বর থেকে র্যালিটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি।