
শেখ মমিন:
রাজবাড়ীতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা করার অভিযোগে জাহিদুল ইসলাম জিল্লু (৪৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জাহিদুল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহবপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, জাহিদুল ইসলাম জিল্লু নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে কালুখালী থানাসহ বিভিন্ন থানায় ও অফিসে ফোন দিয়ে তদবির করত। এলাকায় নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করত। অবশেষে পুলিশের কাছে এসে নিজেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির ইন্সপেক্টর পরিচয় দিতে গিয়েই বাধে বিপত্তি। তার পোস্টিং কোথায় জানতে চাইলে জাহিদুল জানান তার পোস্টিং ফরিদপুর। পরে সেখানে খোঁজ নিয়ে জানা যায় এ নামে কোনো ইন্সপেক্টর নাই। পরে তার পকেট তল্লাশি করে পুলিশের এসআই’র একটি আইডি কার্ড পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।