রাজবাড়ী ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও ক্রীড়াবিদ রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু কবিতা-রক্তে ভেজা শিকাগোর রাজপথ রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার  রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালপুর ইউনিয়ন বিএনপির  জনসভা  গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেপ্তার অগ্নিযুগের বিপ্লবী কমরেড আশুভরদ্বাজ  লাল সালাম বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার অভিযান ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

১৬ ঘন্টা পর উদ্ধার ডুবে যাওয়া পেঁয়াজ বোঝাই ট্রাক, চালক আহত

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নৌরুট দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পেঁয়াজ ও রসুন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। এতে ট্রাকের চালক আহত হয়েছেন। তিনি এখন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি সুস্থ আছেন।

গত সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাটে এসে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকটি পেঁয়াজ নিয়ে ময়মনসিংহের জামালপুরে যাচ্ছিলেন। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ঢ-১৪-৮৮৫৩।

ট্রাকের সহযোগী (হেলপার) পল্লব দাস বলেন, আমরা ফরিদপুর সালথা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেঁয়াজ ও রসুন বোঝাই করে রওনা দিয়ে রাত ৯টার একটু আগে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটে এসে পৌঁছাই। ঘাটে এসে ট্রাকের ব্রেকের হাওয়া কম থাকায় আমার ওস্তাদ হাওয়া উঠায়। আমি এই ফাঁকে ট্রাক থেকে নেমে দোকান থেকে কিছু খাওয়ার জন্য যাই। পরে আমার ওস্তাদ হাওয়া উঠিয়ে ট্রাক নিয়ে ফেরিতে উঠতে গেলে ঢালুতে নামার সময় আর ব্রেকে কাজ করেনি। পরে ট্রাকটি সোজা পন্টুনের ওপর দিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। ট্রাকটি তলিয়ে যাবার দুই মিনিট পরে আমার ওস্তাদ পানির নিচ থেকে ট্রাকের দরজা খুলে বেরিয়ে উপরে উঠে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

পেঁয়াজ ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, আমি রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে একটি ফোন পাই, যে ট্রাকে আমি পেঁয়াজ পাঠিয়েছিলাম সেটা ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে। তৎক্ষনাৎ রাতেই আমি সালথা থেকে দৌলতদিয়া ঘাটে চলে আসি। পরে ঘাটে এসে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ’র সাথে যোগাযোগ করলে তারা সকালে এসে উদ্ধারকাজ শুরু করে। তিনি বলেন, গাড়িতে ১২ টন পেঁয়াজ ও অল্প কিছু রসুন ছিলো। ট্রাকে সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকার পেঁয়াজ রসুন ছিলো। অল্প কিছু পেঁয়াজ নদীতে ভেঁসে গেছে। বাকিগুলো ট্রাকের রশিতে আটকে থাকে। আমি ধারণা করছি ২ লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়েছে।

বিআইডব্লিউটিএ’র আরিচা শাখার যুগ্ম পরিচালক এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজার’ কমান্ডার এস.এম আজগর আলি বলেন, আমরা খবর পেয়েই সকালে আরিচা থেকে রওনা দিয়ে সকাল ১০ টার দিকে ঘাটে আসি। পরে সকাল পৌনে ১১টা থেকে আমরা উদ্ধার কাজ শুরু করি। পরে দুপুর সোয়া ১টার দিকে আড়াই ঘন্টা পর ট্রাকটিকে ফেরি ঘাটের পন্টুনে তুলতে সক্ষম হই। আমাদের কাজে দৌলতদিয়া নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এবিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ওসি জেএম সিরাজুল কবির বলেন, আমরা রাতেই খবর শুনে দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাটের ঘটনাস্থলে ছুটে যাই। পরে ট্রাকের চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। ট্রাকটি উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ে যোগাযোগ করলে তারা সকালে এসে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের চালক এখন সুস্থ আছে এবং আমরা ঘটনাস্থলে সর্বক্ষণ রয়েছি।

Tag :

রাজবাড়ীতে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও ক্রীড়াবিদ রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

১৬ ঘন্টা পর উদ্ধার ডুবে যাওয়া পেঁয়াজ বোঝাই ট্রাক, চালক আহত

প্রকাশিত : ০৩:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নৌরুট দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পেঁয়াজ ও রসুন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। এতে ট্রাকের চালক আহত হয়েছেন। তিনি এখন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি সুস্থ আছেন।

গত সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাটে এসে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকটি পেঁয়াজ নিয়ে ময়মনসিংহের জামালপুরে যাচ্ছিলেন। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ঢ-১৪-৮৮৫৩।

ট্রাকের সহযোগী (হেলপার) পল্লব দাস বলেন, আমরা ফরিদপুর সালথা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেঁয়াজ ও রসুন বোঝাই করে রওনা দিয়ে রাত ৯টার একটু আগে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটে এসে পৌঁছাই। ঘাটে এসে ট্রাকের ব্রেকের হাওয়া কম থাকায় আমার ওস্তাদ হাওয়া উঠায়। আমি এই ফাঁকে ট্রাক থেকে নেমে দোকান থেকে কিছু খাওয়ার জন্য যাই। পরে আমার ওস্তাদ হাওয়া উঠিয়ে ট্রাক নিয়ে ফেরিতে উঠতে গেলে ঢালুতে নামার সময় আর ব্রেকে কাজ করেনি। পরে ট্রাকটি সোজা পন্টুনের ওপর দিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। ট্রাকটি তলিয়ে যাবার দুই মিনিট পরে আমার ওস্তাদ পানির নিচ থেকে ট্রাকের দরজা খুলে বেরিয়ে উপরে উঠে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

পেঁয়াজ ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, আমি রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে একটি ফোন পাই, যে ট্রাকে আমি পেঁয়াজ পাঠিয়েছিলাম সেটা ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে। তৎক্ষনাৎ রাতেই আমি সালথা থেকে দৌলতদিয়া ঘাটে চলে আসি। পরে ঘাটে এসে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ’র সাথে যোগাযোগ করলে তারা সকালে এসে উদ্ধারকাজ শুরু করে। তিনি বলেন, গাড়িতে ১২ টন পেঁয়াজ ও অল্প কিছু রসুন ছিলো। ট্রাকে সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকার পেঁয়াজ রসুন ছিলো। অল্প কিছু পেঁয়াজ নদীতে ভেঁসে গেছে। বাকিগুলো ট্রাকের রশিতে আটকে থাকে। আমি ধারণা করছি ২ লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়েছে।

বিআইডব্লিউটিএ’র আরিচা শাখার যুগ্ম পরিচালক এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজার’ কমান্ডার এস.এম আজগর আলি বলেন, আমরা খবর পেয়েই সকালে আরিচা থেকে রওনা দিয়ে সকাল ১০ টার দিকে ঘাটে আসি। পরে সকাল পৌনে ১১টা থেকে আমরা উদ্ধার কাজ শুরু করি। পরে দুপুর সোয়া ১টার দিকে আড়াই ঘন্টা পর ট্রাকটিকে ফেরি ঘাটের পন্টুনে তুলতে সক্ষম হই। আমাদের কাজে দৌলতদিয়া নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এবিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ওসি জেএম সিরাজুল কবির বলেন, আমরা রাতেই খবর শুনে দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাটের ঘটনাস্থলে ছুটে যাই। পরে ট্রাকের চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। ট্রাকটি উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ে যোগাযোগ করলে তারা সকালে এসে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের চালক এখন সুস্থ আছে এবং আমরা ঘটনাস্থলে সর্বক্ষণ রয়েছি।