
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির ৮ নং ওয়ার্ডে অবস্থিত সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ সোমবার বিকেল ৪ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু মন্ডল প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুলের প্রধানশিক্ষক আরিফা বেগম সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তী ।