
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
মানুষের বিনোদনের অন্যতম মাধ্যমের একটি হলো “মঞ্চ নাটক” আর এই মঞ্চ নাটকের আয়োজন করেছে গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদ।
ডিজিটাল হাতছানির যুগে বাঙ্গালির নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে বসলেও মঞ্চ নাটকের প্রতি মানুষের এখনো আকর্ষণ রয়েছে অনেক। তার প্রমাণ পাওয়া গেল গোয়ালন্দের নাট্য উৎসবে।
৫ মার্চ রোববার রাত ৯ টায় শুরু হওয়া এ নাট্যোৎসবের দ্বিতীয় দিন বাবু রঞ্জন দেবনাথ রচিত ও ইসলাম মোল্লা পরিচালিত সামাজিক নাটক ‘অনুসন্ধান’ দেখতে দর্শকদের ঢল নামে আনছার ক্লাব চত্বরে।
উৎসবের সমাপনী দিন সোমবার মঞ্চস্থ হবে ভৈরব দেবনাথ রচিত ঐতিহাসিক নাটক ‘নাচ মহল’।
গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ জমকালো উৎসব চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
নাট্য উৎসবটি উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
দ্বিতীয় রজনীর এ নাট্য উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ প্রমুখ।
উৎসবের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, মঞ্চ নাটক গ্রামবাংলার ঐতিহ্য। আর এ ঐতিহ্য ধরে রাখা সকল বাঙালি জাতীর দায়িত্ব ও কর্তব্য। আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আর এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা থাকলে যুবকরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষা পেতে আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এ ধরনের ভালো ভালো নাটক মাঝে মধ্যেই মঞ্চস্থ করতে হবে। আমি নাট্য উৎসবের আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায়
নাটক তিনটিতে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।