
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”- প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা দিপ্তী রানী পাল,উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন আহমেদ বলেন, ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে একত্রিশ জন নতুন ভোটার হওয়া কলেজ ছাত্রছাত্রীদের ভোটার আইডি কার্ড প্রদান করা হয়। তাছাড়া সারাদিন ভোটারদের জন্য স্মার্ট কার্ড প্রদান, নাম সংশোধনসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।