
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ কামরুল ইসলাম শিবু (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গতকাল বুধবার (১লা মার্চ) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামরুল ইসলাম শিবু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাইমদ্দিন প্রামানিক পাড়ার মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। শিশুটি তার সম্পর্কে নাতনি হয়।
গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কাইমদ্দিন প্রামানিক পাড়ায় কামরুল ইসলাম শিবুর ঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি ব্রাক স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী।
শিশুটির মা বলেন, বুধবার বিকাল ৪ টার দিকে তিনি তার মেয়েকে নিজ বাড়ির আঙ্গিনায় রেখে কাজ করছিলেন। এ সময় শিবু তাকে ডেকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ তার মেয়েকে ডাকলে শিশুটি পাশের বাড়ি অভিযুক্ত কামরুল ইসলাম শিবুর ঘর থেকে শব্দ করে। পরে শিশুটির মা শিবুর ঘরে গিয়ে দেখতে পায় শিশুটির পড়নের প্যান্ট খোলা এবং শরীর ভেজা, শিশুটি কান্না করছে। পাশে শিবু বসে আছে। পরে শিশুটিকে তার মা জিজ্ঞেস করলে বলে তাকে প্যান্ট খুলে জোড়াজোড়ি করেছে। তৎক্ষনাৎ শিশুটির মা চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন এসে শিবুকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবুকে গ্রেফতার করে এবং শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে আমরা বুধবার সন্ধ্যায় একটি শিশুকে ভর্তি করেছি। তার চিকিৎসা চলছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতারকৃত কামরুল ইসলাম শিবুর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।