রাজবাড়ী ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়

চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়
{আবিদা তৃষা}
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সেই প্রথম দিনটায় পেয়েছিলাম একটু ভয়,
যেদিন এসেছিলাম চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়।
আস্তে আস্তে বুঝে গেলাম স্যাররা কত ভালো,
তাইতো সেথায় জ্বলছে মেধার আলো।
যার আদর্শে মেধার আলোয় আলোকিত,
তিনি আমার প্রধান গুরু ময়নুল ইসলাম বকুল।
যার কাছে গেলে পাই সিদ্ধান্তের সঠিক মান,
তিনি আমার আরেক গুরু নামটি রবিন খান।
যার শাসন আর ভালোবাসা থাকে সব সময়,
তিনি আমার প্রিয় হুজুর স্যার।
তদা থাকে চোখ রাঙ্গানো বছর বারো মাস,
তিনি আমার আরেক গুরু রোবায়েত বিশ্বাস।
পড়াশোনা ছাড়া কোন দুষ্টুমি চলবেনা আর,
তিনি এক আদর্শ ম্যাম রোকসানা খানম।
দুষ্টুমি আর লেখাপড়া মিশে আছে যেথায়,
লিপি ম্যামের সাপোর্টিং থাকবে সদা সেথায়।
ধাপুস ধুপুস বারি পরে শরীরে হয় ব্যথা,
মাসুদ স্যারের রাগটি যখন খ্যাপায় তার মাথা।
পড়ালেখা ছাড়া কোন কিছু বোঝেনা যে আর,
রাজবাড়ীর আরেক Teacher নামটি আক্তার স্যার।
সবার আগে অফিসিয়াল কাজ জমা দেয় বারো মাস,
তিনি আমার আরেক গুরু স্বপন কুমার দাস।
ক্রিয়ার কাছে সকলের আগে যাকে দেখতে পাই,
সকলের পরিচিত তিনি আমাদের মুনসুর স্যার।
নরম সুরের গরম চোখের ক্লাসটি ভালই মজা,
সীমা ম্যাডাম রেগে গেলেই পুরো ক্লাস তাজা।
দুষ্টুমি আর লেখাপড়ায় ক্লাস থাকে ভার,
তিনি হলেন সবার প্রিয় নামটি জাহাঙ্গীর স্যার।
যে না থাকলে ক্লাস জমে না ভালো লাগে না কিছু,
সবার প্রিয় তিনি হলেন রাবেয়া খাতুন লিপি।
সবমিলিয়ে স্কুল আমার চলছে বেশ ভালো,
যেথায় তবে জানবো মোরা বিশ্ব জ্ঞানের আলো।
বিদ্যালয়ের স্মৃতি গুলো থাকবে মধুময়,
ভালোবাসি বড্ড তোমায় চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়…!!!💖
Tag :

কবিতা: চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়

প্রকাশিত : ০৮:৩৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়
{আবিদা তৃষা}
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সেই প্রথম দিনটায় পেয়েছিলাম একটু ভয়,
যেদিন এসেছিলাম চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়।
আস্তে আস্তে বুঝে গেলাম স্যাররা কত ভালো,
তাইতো সেথায় জ্বলছে মেধার আলো।
যার আদর্শে মেধার আলোয় আলোকিত,
তিনি আমার প্রধান গুরু ময়নুল ইসলাম বকুল।
যার কাছে গেলে পাই সিদ্ধান্তের সঠিক মান,
তিনি আমার আরেক গুরু নামটি রবিন খান।
যার শাসন আর ভালোবাসা থাকে সব সময়,
তিনি আমার প্রিয় হুজুর স্যার।
তদা থাকে চোখ রাঙ্গানো বছর বারো মাস,
তিনি আমার আরেক গুরু রোবায়েত বিশ্বাস।
পড়াশোনা ছাড়া কোন দুষ্টুমি চলবেনা আর,
তিনি এক আদর্শ ম্যাম রোকসানা খানম।
দুষ্টুমি আর লেখাপড়া মিশে আছে যেথায়,
লিপি ম্যামের সাপোর্টিং থাকবে সদা সেথায়।
ধাপুস ধুপুস বারি পরে শরীরে হয় ব্যথা,
মাসুদ স্যারের রাগটি যখন খ্যাপায় তার মাথা।
পড়ালেখা ছাড়া কোন কিছু বোঝেনা যে আর,
রাজবাড়ীর আরেক Teacher নামটি আক্তার স্যার।
সবার আগে অফিসিয়াল কাজ জমা দেয় বারো মাস,
তিনি আমার আরেক গুরু স্বপন কুমার দাস।
ক্রিয়ার কাছে সকলের আগে যাকে দেখতে পাই,
সকলের পরিচিত তিনি আমাদের মুনসুর স্যার।
নরম সুরের গরম চোখের ক্লাসটি ভালই মজা,
সীমা ম্যাডাম রেগে গেলেই পুরো ক্লাস তাজা।
দুষ্টুমি আর লেখাপড়ায় ক্লাস থাকে ভার,
তিনি হলেন সবার প্রিয় নামটি জাহাঙ্গীর স্যার।
যে না থাকলে ক্লাস জমে না ভালো লাগে না কিছু,
সবার প্রিয় তিনি হলেন রাবেয়া খাতুন লিপি।
সবমিলিয়ে স্কুল আমার চলছে বেশ ভালো,
যেথায় তবে জানবো মোরা বিশ্ব জ্ঞানের আলো।
বিদ্যালয়ের স্মৃতি গুলো থাকবে মধুময়,
ভালোবাসি বড্ড তোমায় চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়…!!!💖