
(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার
রাজবাড়ী -ইট উৎপাদনের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উপরিভাগের মাটি কেটে ফসলি জমির বারোটা বাজানো কিংবা জ্বালানি কাঠ, গাড়ির পুরোনো টায়ার ও রাবার পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতির নানা চিত্র। কিন্তু রাজবাড়ীর খানখানাপুরের সাম বাজারে আধুনিকভাবে গড়ে উঠেছে একটি ইটভাটা যেখানে এসবের বালাই নেই। এখানে আধুনিক যন্ত্রে সিমেন্ট, বালু ও পাথরকুচি দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ইট।
ইট কারখানাটির নাম MCB ব্রিকস ইন্ডাস্ট্রি লিমিটেড। কারখানাটি মালিক মোঃ রফিক মোল্লা। কারখানাটি আছে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ৯ নং ওয়ার্ডে সামবাজার গ্রামে।
সোমবার সকালে সরজমিনে গিয়ে কারখানাটি ঘুরে দেখা গেলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমাণ অ্যাশ, বালু, সিমেন্ট ও পাথরকুচি এসে মিশে যাচ্ছে। এরপরই যন্ত্রের চাপে তৈরি হচ্ছে ইট। এসব ইট পোড়ানোরই প্রয়োজন পড়ছে না।
কারখানার মালিক রফিক মোল্লা বলেন, পরিবেশ বাঁচাতে পরিবেশবান্ধব ইটের বিকল্প নেই। এ চিন্তা থেকেই এই কারখানা চালু করেছি।’
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটির মালিক রফিক মোল্লা কাজের উদ্দেশ্যে কয়েক বছর আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন । সেসব দেশে অবকাঠামো নির্মাণে পরিবেশবান্ধব ইটের ব্যবহার তাঁর নজরে পড়ে। এরপর তিনি দেশে পরিবেশবান্ধব ইট উৎপাদনের পরিকল্পনা নেন। গত বছরে ইট উৎপাদন শুরু করেন তিনি। এই কারখানায় ইট তৈরিতে আনুপাতিক হারে ৪০ শতাংশ ফ্লাই অ্যাশ, ৪০ শতাংশ বালু, ১৫ শতাংশ সিমেন্ট ও ৫ শতাংশ পাথরকুচি ব্যবহার করা হয়।