
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী- ১(রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
শিত উপেক্ষা করে কাক ডাকা ভোর হতে রাত অবধি চলছে নির্বাচনি প্রচারনা। তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিনি । রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও সদর উপজেলার প্রতিটি মানুষের নিকট গিয়ে ভোট চাইছেন ও এলাকায় এলাকায় গণ সংযোগ করেন তিনি।
এ সময় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সে সঙ্গে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-১ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন আমার কাছে আপনাদের যেতে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে না আমার অফিস বাসায় সবাই যেতে পারবেন। আপনারা আমাকে ভোট দিন আমি আপনাদের সেবক হিসাবে পাশে থাকব।