
বিজয়ের মাসে প্রথম বিজয়, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পদত্যাগ করা ৪ বারের উপজেলা চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের আপিল বিভাগে রাজবাড়ী-১ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের জমা করা সই ত্রুটিপূর্ণ থাকায় গত সোমবার (৪ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর ইমদাদুল হক বিশ্বাস বলেন, এক শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমি রাজবাড়ী সদর উপজেলার চারবারের উপজেলা পরিষদরে চেয়ারম্যান। নির্বাচনে যে অভিযোগ এনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিলো তার সত্যতা আপিল বিভাগ পায়নি। বিজয়ের মাসে আমার আরেকটি জয় হয়েছে। আমি আপিল বিভাগে ন্যায় বিচার পেয়েছি। ইনশাআল্লাহ রাজবাড়ীবাসী আমার পাশে আছে, বিজয় আমার হবেই।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান ৯ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।