
মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে খানখানাপুরে মানববন্ধন
মোঃইমদাদুল হক রানা :
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলওয়ে স্টেশনে ‘মধুমতি এক্সপ্রেস’-এর স্টপেজ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ‘মধুমতি এক্সপ্রেস’কে ১০ মিনিট আটকে রাখেন।
আজ শুক্রবার ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত খানখানাপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ীতে যাত্রা বিরতি দিয়ে ১১টা ৫ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ‘মধুমতি এক্সপ্রেস’ খানখানাপুরে এসে পৌঁছালে ১০ মিনিট আটকে রাখেন মানববন্ধনকারীরা। পরে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে ট্রেনটিকে ছেড়ে দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম (লাল), খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
এলাকাবাসীকে কেন মানববন্ধন করছেন প্রশ্ন করলে জানায় তাদের দাবী তাদের সামনে দিয়ে ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে খানখানাপুরের স্টপেজ না থাকায় তাঁরা ট্রেনে উঠতে পারছে না। তাঁরা বঞ্চিত হচ্ছে ট্রেন সুবিধা থেকে। এলাকাবাসী আরো জানান তারা ভাবতেন স্বপ্নের পদ্মা সেতু হয়ে ট্রেনে চড়ে দ্রুত নিরাপদে বিভাগীয় শহর ঢাকায় পৌঁছানো যাবে শহরে কাজকর্ম শেষে দিনশেষে ঘরে ফিরে আসবেন। কিন্তু তাদের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। দ্রুত গতি ট্রেন তাদের বাড়ির সামনে দিয়ে গেলেও তারা যাত্রী হতে পারছেন না। এলাকাবাসী এই মানববন্ধনের মধ্য দিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন দ্রুত স্টপেজ দেয়া হয় এটাই তাদের প্রাণের দাবি।