
ফরিদপুর উপজেলা প্রতিনিধিঃ
পল্লব রায়
ফরিদপুর জেলার কানাইপুর কাত্যায়নী উৎসব
কানাইপুর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী হৈমন্তী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে কানাইপুর কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসবের নগরীতে পরিণত হয়েছে কানাইপর।
স্থানীয়রা জানান, কানাইপুর অনেক বছর ধরে এ পূজা আয়োজন করে আসছেন। তাঁরা দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করে বড় করে কাত্যায়নী পূজা করছেন। বর্তমানে এই পূজা এখন উৎসবে রূপ নিয়েছে। এই পূজাকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে কানাইপুর।
তবে এ বছর হরতাল-অবরোধের কারণে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীর উপস্থিতি একটু কম হবে বলে মনে করছেন আয়োজকরা।
উৎসব দেখতে আসা কারী জয় সরকার মানে একজন বলেন, ‘আমরা রাজবাড়ী থেকে এসেছি। বাংলাদেশের বড় ও ব্যয়বহুল কাত্যায়নী পূজা কানাইপুর উদযাপন হয়। তা ছাড়া এখানে আলোকসজ্জার কথা ভাষায় বলে ব্যক্ত করা যাবে না।’
ঢাকা থেকে আগত কেশর চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর এখান এই সর্ববৃহৎ কাত্যায়নী পূজা দেখতে আসি। পাঁচ দিন অত্যন্ত আনন্দে কাটাই। পূজার এই কয়েক দিন কানাইপুর আলো ঝলমল করে।’
মেলার এক ফুচকা মালিক রুবেল ইসলাম জানান, এই উৎসব ঘিরে প্রতিদিন বেশ ভালো বিক্রি করেছেন তিনি। এবার হরতাল ও অবরোধের কারণে লোকজন কম আসছে। তবে নবমীদিন বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় চা-বিক্রেতা খাইরুল ইসলাম বলেন, ‘সারা বছর যদি এই পূজা হতো, তবে আমাদের আর অভাব থাকত না। উৎসবকালে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টাকার চা বিক্রি করি। স্বাভাবিক সময়ের বেশি বিক্রি করে থাকি
এই বছর ফরিদপুর জেলার কানাইপুর ৫টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তুমি জানান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে তা ছাড়া টহল পুলিশ মোতায়ন রয়েছে।