
স্টাফ রিপোর্টার
আজ ৪ নভেম্বর শনিবার, বিকাল ৪ টায়,জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ীতে কবি আসাদ চৌধুরী স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী আয়োজিত সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানের শুরুতে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজক সংগঠন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় কবির জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন কবি শ ম রশীদ আল কামাল। অনুষ্ঠানে কবির জীবন কর্ম ও সাহিত্য নিয়ে অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা ও রাজবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জনাব নুরুল হক আলম, বিশ্বভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান আরও আলোচনা ও কবিতা আবৃত্তি করেন মোঃ হাফিজুর রহমান, অজয় দাস তালুকদার,কমল কান্তি সরকার, কবি বাবলু মওলা,কবি ইউসুফ বাশার আকাশ, কবি আলাউল হক বিশ্বাস ,কবি খোকন মাহমুদ,কবি ফারহানা মিনি, মোঃ রফিকুল ইসলাম, মৌসুমী সাথী ও রাইসুল ইসলাম রাব্বী।সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম
আসাদ চৌধুরী (১১ ফেব্রুয়ারি ১৯৪৩ – ৫ অক্টোবর ২০২৩) বাংলাদেশের একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক ছিলেন। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদ কর্মও তিনি সম্পাদন করেছেন। তিনি উচুমানের এক জন বাচিক শিল্পী, উপস্থাপক ও গ্রন্থ সমালোচক ছিলেন । ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। কবির প্রথম কাব্যগ্রন্থের নাম “তবক দেওয়া পান”১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি আসাদ চৌধুরী বাকেরগঞ্জের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ৫ অক্টোবর বুধবার স্থানীয় সময় দিবাগত রাত তিনটায় কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি মৃত্যু বরণ করেন।